ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় সংরক্ষিত বনভূমি থেকে বালু উত্তোলন, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

 

কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের অভিযানে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে উত্তোলন করা৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডালারমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে বনবিভাগের স্টাফ ও সুফল সুবিধাভোগীরা।

 

এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, সংরক্ষিত বনের ছড়া থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে বালুখেকো আসহাব উদ্দীন।

 

খবর পেয়ে অভিযান চালিয়ে বিক্রির উদ্যেশ্যে মজুদ করা ৬ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ জব্দ করা হয়। সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী বালুখেকো আসহাব উদ্দীনকে আইনের আওতায় আনা হবে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা।