ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না’

স্পোর্টস ডেস্ক :
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আসন্ন আসরে পাকিস্তানের জয়ের সম্ভাবনা নেই বলে দাবি করেছেন ভারতীয় বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর।

সম্প্রতি যুবরাজ সিংয়ের সঙ্গে এক শোতে অংশ নেন গৌতম গম্ভীর। সেখানে যুবরাজ পাকিস্তানের প্রসঙ্গ তুলতেই গম্ভীর জানান এ মুহূর্তে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সামর্থ্য নেই।

গম্ভীর বলেন, সবশেষ বিশ্বকাপে পাকিস্তানের যে ফিল্ডিং আমি দেখেছি তাতে মনে হয় না ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে পারে। ওদের ফিল্ডিং জঘন্য। বিশ্বকাপ জিততে হলে পাকিস্তানকে ফিল্ডিং নিয়ে অনেক কাজ করতে হবে।

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায়ও জড়িয়ে যাওয়ার পাশাপাশি আইপিএলে মেন্টরের ভূমিকাও পালন করছেন গম্ভীর। ভারতীয় সাবেক এই তারকা আরও বলেন, বিশেষ করে যতগুলো ফাইনাল ভারত খেলেছে, পাকিস্তান তার আশপাশেও নেই। গত ৫-৬ বছরে সেটা ভালো করেই দেখা গিয়েছে।