ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় গণহত্যা: বৈশ্বিক নিষ্ক্রিয়তার নিন্দা করলেন এরদোগান

আন্তজার্তিক ডেস্ক :
গাজায় গত ৭ অক্টোবর থেকে বর্বরতা চালাচ্ছে ইসরাইল। নিষ্ঠুর হামলায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিকভাবে এখনো কার্যকরী কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব। গাজা যুদ্ধ বন্ধে বিশ্ব এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বুধবার দেশটির একটি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট গাজার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে একে মানবতার জন্য লজ্জাজনক আখ্যায়িত করে বলেন, ইসরাইল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে তখন বিশ্বের শক্তিশালী দেশগুলো নিষ্ক্রিয়। এটা খুব লজ্জাজনক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধর্মতত্ত্ববিদ সুলেমান উলুদাগ, ইতিহাসবিদ আলী বিরিঞ্চি, গায়ক এমেল সাইন, চিত্রশিল্পী আলহামি আতালে, পরিচালক সামি সেকেরোগ্লু, ডিজিটাল শিল্পী রেফিক আনাদোল, স্থপতি সিনান জেনিম এবং লেখক নাজান বেকিরোগ্লুসহ অনেকে উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে এরদোগান আরও বলেন, বিশ্বে আমরা এমন অনেক দেশ দেখি, যারা স্থাপত্য থেকে শুরু করে সাহিত্য পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আছে। কিন্তু আমরা আমাদের সংকীর্ণমনতার কারণে পিছিয়ে আছি।