ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেস্ট ক্রিকেটে বড় মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ খেলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। এ উপলক্ষ্যে দলটির নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শান মাসুদ তাকে ৫০তম টেস্ট ক্যাপ এবং একটি স্মারক উপহার দিয়ে সম্মানিত করেছেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

২৯ বছর বয়সি এ ক্রিকেটার পাকিস্তানের ৩২তম খেলোয়াড় হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন এবং দলের উত্তরাধিকারে তার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেছেন।

ডানহাতি এ ব্যাটসম্যান মোট ৩ হাজার ৭৭২ রান সংগ্রহ করেছেন, যার চমকপ্রদ গড় ৪৭.৪৭।

এই অসাধারণ পারফরম্যান্সে ২৬টি হাফ সেঞ্চুরি এবং নয়টি সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রান।