ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দায়িত্ব গ্রহণের পরদিনই অসুস্থ মুফতি কাসেমী

নিজস্ব প্রতিবেদক,সিএনএন বাংলা২৪

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই অসুস্থ হয়ে পড়েছেন মুফতি খলিল আহমদ কাসেমী। রোববার (৪ জুন) তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার মাদ্রাসার শুরা বৈঠকে মুফতি কাসেমীকে মাদ্রাসার মহাপরিচালক মনোনীত করা হয়।

হেফাজতের ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস সিএনএন বাংলা২৪কে বলেন, দায়িত্ব গ্রহণের পর করণীয় নিয়ে চিন্তিত ছিলেন তিনি। রাতে ঘুমও কম হয়েছে। আগে থেকে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন কাসেমী। এ কারণে আজকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এর আগে শুক্রবার (২ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া ইন্তেকাল করেন। শুক্রবার মাগরিবের পর জানাজা শেষে তাকে প্রয়াত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর পাশেই সমাহিত করা হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: