ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

মাসুদ রানা (প্রতিনিধি) ফুলপুর, ময়মনসিংহ।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

 

সভায় ফুলপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এমপি, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শরিফ আহম্মেদ বলেন , আমাদের দোয়া ও সমর্থন নিয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফুলপুর- তারাকান্দায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদাই বদ্ধপরিকর।