ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে দন্ডপ্রাপ্ত আসামি আটক

নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের দু’বছরের দণ্ডপ্রাপ্ত একজন আসামী আটক করেছে র‌্যাব-১৫। সমিতি পাড়ায় এ অভিযান পরিচালনা করে।
তিনি কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকার সৈয়দ আহমদ’র পুত্র সাইফুল ইসলাম (৫০)। শনিবার ২ ডিসেম্বর কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান ১ ডিসেম্বর গোপন সংবাদে এজাহারভুক্ত আসামীকে গ্রেফতারে ওই এলাকায় র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
জিজ্ঞাসাবাদে তিনি গ্রেফতার এড়াতে পৌর শহরের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়। সে কক্সবাজার সদর থানার জিআর নং ১৮৬/২১ (সদর), ধারার ওয়ারেন্টভুক্ত আসামী।
আটক ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।