ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়াতে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার

নুর মোহাম্মদ, ককসবাজার:

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্রসহ একজন রোহিঙ্গা গ্রেফতার করেছে ১৪ এপিবিএন। এসময় ওই ব্যক্তির হেফাজত হতে একটি ওয়ান শুটারগানসহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 

এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল বৃহস্পতিবার এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তি উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প ১৮, মেইন ব্লক-ডি, সাব ব্লক – এল/৫ ‘র সিদ্দিক আহমদ’র পুত্র আবদু শুক্কর (২৮)।

 

১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ নভেম্বর) উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব এর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প-১৭, মেইন ব্লক-এ, সাব ব্লক-এইচ/৯৪ এর রোহিঙ্গা নুরুল হকের শেড হতে অস্ত্র ও কার্তুজসহ আব্দুর শুক্কুর গ্রেফতার করে।

 

অস্ত্র উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করেছে পুলিশ।