ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার-৩ আসনে নৌকার মাঝি হতে চান তিন ভাই-বোন!

বিশেষ প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (ঈদগাঁও-রামু-কক্সবাজার সদর) আসনে নৌকার মাঝি হতে প্রতিযোগিতায় নেমেছেন এগারোজন। এদের মধ্যে তিনজন হলেন আপন ভাই-বোন। এরা সকলেই সরকারি দল আওয়ামী লীগের ডাকসাইটে নেতা।

বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পাশাপাশি নৌকা প্রতীক পেতে প্রতিযোগিতায় নেমেছেন তাঁর বড় ভাই ও সদ্য পদত্যাগী রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। রয়েছেন এই দুজনের ছোট বোন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আলোচিত নারীনেত্রী নাজনীন সরওয়ার কাবেরী।

একই পরিবারের এই তিনজনের পাশাপাশি নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকউদ্দিন চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রণজিৎ দাশ।

 

জানা যায়, এদের মধ্যে নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসন ছাড়াও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে দলীয় মনোনয়ন চান। সেই লক্ষে তিনি ওই আসনের জন্যও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার একই আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি’র স্ত্রী।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়েছেন সোহেল সরওয়ার কাজল। সিএনএন বাংলা-কে তিনি বলেন, ‘বর্তমান সংসদ সদস্য সাইমুম সওয়ার কমল নিজের একটি বলয় তৈরি করে আওয়ামী লীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তার চারপাশে জামায়াত-বিএনপির লোকজনের ভিড়।’ কাজলের দাবি, দল তাকে মনোনয়ন দিলে নিশ্চিত বিজয় লাভ করবেন।

 

নাজনীন সরওয়ার কাবেরী সিএনএন বাংলা-কে বলেন, ‘একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী আমাকে এবারে আশাহত করবেন না। জনগণের দাবি ও সমর্থনের পাল্লাকে অবশ্যই বিবেচনায় আনবেন তিনি।’ তিনি বলেন, ‘আগের নির্বাচনগুলোতে ভাইদের ছাড় দিয়েছি, তবে এবারে আর নয়।’ তবে উখিয়া-টেকনাফ আসনের চেয়ে কক্সবাজার-৩ আসনে মনোনয়ন পাবার বিষয়ে অধিক আশাবাদী বলেও জানান আলোচিত ও সাহসী এই নারীনেত্রী।

 

আসনটির বর্তমান সংসদ সদস্য ও উল্লেখিত দুই মনোনয়ন প্রত্যাশীর ভাই সাইমুম সরওয়ার কমল বলেন, ‘যে কেউ দলীয় মনোনয়ন চাইতে পারেন। তবে ভোটের মাঠে গ্রহণযোগ্যতা কার সেটা বিবেচনায় নিতে হবে।’ রামু, কক্সবাজার ও ঈদগাঁও উপজেলার জনগণ তাঁকেই ভোট দিয়ে পূণরায় নির্বাচিত করার জন্য মুখিয়ে আছেন বলে দাবি তাঁর।

সিএনএন বাংলা২৪