ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে আটক ৩

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানার এসআই মোঃ বিল্লাল হোসেন কেইপিজেড সংলগ্ন উত্তর পাশে ফনিন্দ্র কুমার শীলের বিল্ডিংয়ের দক্ষিণ পাশ থেকে মাদক আইনে একজনকে আটক করেছেন।

 

তিনি জানান, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রতন কান্তি দাস নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইপিজেড থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

এদিকে পতেঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত ২আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এএসআই মিজান ১৫ নভেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এলাকায় অভিযানে জিআর ১১৮/২৩ এবং জিআর ২০৫/২৩ সংক্রান্তে পরোয়ানাভুক্ত ২জনকে আটক করা হয়। আসামিদ্বয় হলেন মোঃ ফারুক হোসেন ও সাজাপ্রাপ্ত আসামি মোঃ কাদের ।

 

দুই থানার আটক ও ধৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।

সিএনএন বাংলা২৪