ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ত্রসহ আরসা সন্ত্রাসী ‘বাংলা মারুফ’ গ্রেপ্তার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ উল্ল্যাহ প্রকাশ বাংলা মারুফ (২০) কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা মোহাম্মদ উল্ল্যাহ উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক আই -১৭এর বাসিন্দা আবদুল করিমের পুত্র। ৫ নভেম্বর, রবিবার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান।

 

 

তিনি বলেন, গত ৪ নভেম্বর শনিবার বিকাল চারটার দিকে ইরানী ক্যাম্প পুলিশ কমান্ডার অংশু কুমার দেব’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে পালংখালী ইউপির বালুখালী সাকিনস্থ রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্ট, মেইন-ব্লক-বি, সাব-ব্লক-আই/১৪ এর রোহিঙ্গা সুরা খাতুনের বসতঘরের পূর্ব পাশে চলাচলের রাস্তার উপর হতে রোহিঙ্গা আসামী মোহাম্মদ উল্ল্যাহ প্রকাশ বাংলা মারুফ (২০) কে গ্রেফতার করা হয়।

 

 

 

আটকের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(চ) ধারায় মামলা রুজু করা হয়েছে।