ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

নুর মোহাম্মদ,কক্সবাজার :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল হতে দেশিয় তৈরী অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তাদের কাছ থেকে একটি হাসুয়া, একটি চাকু, চারটি সুইচ গিয়ার চাকু, তিনটি এন্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, সাতটি সিম কার্ড, নগদ তিন হাজার পাঁচশ পনের টাকা উদ্ধারসহ ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি টমটম জব্দ করা হয়। র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর মডেল থানাধীন খুরুশকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুলিয়াপাড়া-ছনখোলা এলাকায় ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে।

 

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল শনিবার (৪ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ৯ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১৫, আরো জানায়, ডাকাতদলের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ইজিবাইক (লাইসেন্স নং যথাক্রমে ১৫৮৩ ও ১৫৮১) জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন’র ৮নং ওয়ার্ডের মেহেদী পাড়া এলাকার ফিরোজ মিয়া প্রকাশ পেঠাইয়ার পুত্র সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল করিম (২৪), চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামাচরণ দাশ’র পুত্র মোঃ রাশেদ প্রকাশ বাবুল দাশ (২৩),রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন’র ২নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি এলাকার আনোয়ার হোসেন রানার পুত্র মোঃ আরিফ হোসেন (২৩), কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড, লাইট হাউজ এলাকার হাশেম’র পুত্র মোঃ তারেক (২২), টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন’র ৯নং ওয়ার্ডের মৃত আনোয়ার, মোঃ ইমরান প্রকাশ আরমান (২৪), কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ড’র নতুন বাহারছড়ার মানিক মিয়ার পুত্র মোঃ হান্নান (১৯), কক্সবাজার পৌরসভা ঘোনার পাড়া, ৮নং ওয়ার্ড, রোস্তম আলী’র পুত্র মোঃ হাসান (২৪), কক্সবাজার সদর’র খুরুশকুল ইউনিয়ন’র ৬নং ওয়ার্ড’র নূর আহাম্মদ’র পুত্র মোঃ তাহসিন (১৯), রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন’র ৮নং ওয়ার্ডের গোয়ালিয়া পালং’র সালামত উল্লাহ’র পুত্র মোঃ শাহ ইশাম (১৯)।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ৯ জন ডাকাতের বিরুদ্ধে এজাহার দাখিল করে তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।