ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজার শিশুদের প্রশ্ন ‘কোথায় যাব’, উত্তর জানা নেই বাবার

সিএনএন বাংলা ডেস্ক :

গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলেছে ইসরায়েল। এদিকে জাতিসংঘ বলছে, এ অল্প সময়ের মধ্যে এতগুলো মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব না। এমন পরিস্থিতিতে গাজার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা তুলে ধরা হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।

গণমাধ্যমটির গাজা প্রতিনিধি সাফওয়াত আল-কাহলু বলেন, ‘আমার বাবা-ভাই ও বন্ধুদের কাছ থেকে অনেক ফোন আসছে। তারা জানতে চাইছে, কোথায় যাব? বর্তমান পরিস্থিতিতে কোথাও যাওয়া অসম্ভব। গত রাত পর্যন্ত মানুষজন খাওয়ার জন্য পানি খুঁজছিল। এখন তারা গাজা ছাড়তে চাইছে। এটি ১৯৪৮ সালের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই সময় ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করা হয়।’

 

‘বাস্তব কথা বলতে, ১১ লাখ মানুষ কীভাবে যাবে? গাধায় চড়ে? তাদের কাছে পর্যাপ্ত গাধা নেই। গাড়িতেও সাত দিন ধরে জ্বালানি নেই। এখন প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আতঙ্কে রয়েছে। তাদের কোনো পরিকল্প নেই। এখন আমার সন্তানেরাও জিজ্ঞেস করছে কোথায় যাব? আমি তাদেরকে বলেছি, জানি না।’

 

এইচএম কাদের,সিএনএন বাংলা২৪