ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপু-বুবলী চলচ্চিত্রকে নিচে নামাচ্ছে : ডিপজল

বিনোদন বাংলা :

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন বুবলীকে ঘৃণা করেন তিনি। বিষয়টি হজম করতে পারেননি বুবলী। অপুর প্রতি ক্ষোভ প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের দুজনের পাল্টাপাল্টি কাদা-ছোড়াছুড়িতে এবার মুখ খুললেন ডিপজল।তিনি বলেন, তারা মিডিয়াকে নোংরামির পর্যায়ে নিয়ে যাচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারা নিচে নামাচ্ছে। তাদের এসব নাটক অচিরেই বন্ধ করা উচিত। নিজেদের সমস্যা বাইরে কেন আসবে। নিজেদের মধ্যেই সমাধান করলেই ভালো হয়।

 

অপুকে নিয়ে তিনি আরও বলেন, অপুকে তো আমিই নিয়ে এসেছি বিনোদন জগতে। তোমার মুখটা সেলাই করে কাজ করতে হবে। আমি বলব এসব না করে কাজে মন দাও। দেশে আরও মেয়েরা কাজ করছে। তোমাদের এসব কর্মকাণ্ডে বাকিরা খারাপ হচ্ছে। বুবলীকে নিয়ে ডিপজল জানালেন, ‘তোমাদের এসব নাটক বন্ধ করা দরকার। বুবলির সঙ্গে আমার অবশ্য কোনোদিন দেখা হয়নি। একটা কাজের কথা হচ্ছিল ওটা অমিত হাসান দেশে আসলে হয়তো হতে পারে। যাইহোক, তোমার বেলায়ও আমি বলব টিভিতে এসে কান্নাকাটি এসব ভালো দেখায় না। আমরা যেটা ফিল্মে করি তোমরা তা বাস্তবে দেখাচ্ছ। যেটা সবার জন্য ভালো হয় তাই করতে হবে।’

সিএনএনবাংলা২৪