ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরামবাগে জামায়াতের সমাবেশে চলছে মঞ্চ তৈরির কাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

আরামবাগে জামায়াতের সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে আরামবাগ নটরডেম কলেজের সামনের সড়কে জামায়াতের নেতাকর্মীরা মঞ্চ তৈরির পাশাপাশি মাইক লাগানোর কাজও শুরু করেন।

 

জামায়াত নেতাদের দাবি আরামবাগেই পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আজ সকালে মতিঝিলের শাপলা চত্বরের দিকে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শাপলা চত্বর থেকে নেতাকর্মীরা কিছুটা উত্তরদিকে সরে গিয়ে আরামবাগ নটরডেম কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

 

দলের নেতাকর্মীদের মুক্তি ও বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে করার দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী।