ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

হামাস-ইসরায়েলের মধ্যে যে কোনো সময় ‘যুদ্ধবিরতি’

আন্তর্জাতিক বাংলা :

 

ইসরায়েলের তেল আবিবের একটি ভবনে সরাসরি আঘাত হানে হামাসের ছোড়ারকেট কাতারের মধ্যস্থ্যতায় যে কোনো সময় যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে হামাস ও ইসরায়েল।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের একটি সূত্র জানিয়েছে দুই পক্ষের মধ্য যুদ্ধ বিরতির আলোচনার ক্ষেত্রে অগ্রগতি দেখা গেছে। যুদ্ধবিরতির সঙ্গে হামাস-ইসরায়েল বন্দি বিনিময় করতেও সমর্থ হতে পারে।

 

কাতারের দোহা ইনস্টিটিউটের ইব্রাহিম ফ্রাইহাত আল জাজিরাকে বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার খবর ‘অনেক বড় ব্রেকথ্রু।’

 

তিনি আরও বলেছেন, এখান দেখার বিষয় হলো ‘এটি কি কোনো মানবিক যুদ্ধবিরতি হবে, এটি কি কোনো অস্থায়ী যুদ্ধবিরতি হবে নাকি এটি যুদ্ধের সমাপ্তি ঘটাবে।’

 

আল জাজিরাকে দোহা ইনস্টিটিউটের ইব্রাহিম ফ্রাইহাত আরও বলেছেন, ‘আমরা জানি ইসরায়েল যে কোনো ধরনের যুদ্ধবিরতি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে… এমনকি মানবিক যুদ্ধবিরতিও। গতকাল ইউরোপীয় ইউনিয়ন তাদের বৈঠকে মানবিক যুদ্ধবিরতির কথা বলছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে এটি বলেনি। ফলে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর ইউরোপীয় ইউনিয়নের তেমন কোনো চাপ নেই।’

 

আল জাজিরা জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিসারা বলেছেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতিটির সমন্বয় রয়েছে — হামাসের হাতে জিম্মি বন্দিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল ছাড় দেওয়ার কথা বলার সঙ্গে, গাজায় যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের ব্যাপারে সতর্কতার সঙ্গে এবং ফিলিস্তিনের অতিপ্রয়োজনীয় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার সঙ্গে।’

 

তিনি আরও বলেছেন, হামাসের হাতে জিম্মিদের ছাড়িয়ে নিতে সাম্প্রতিক সময়ে অনেক ইসরায়েলিই স্থল অভিযান বাদ দেওয়ার কথা বলছেন। তবে যুদ্ধবিরতির আলোচনার বিষয়টি এসেছে সত্যিকারের গ্যারান্টির সঙ্গে। আর এ গ্যারান্টি হলো কাতার। যারা নিশ্চিত করবে ইসরায়েল ও হামাস তাদের দেওয়া কথা রাখবে।সূত্র:আলজাজিরা

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪