ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দা জেবুন্নেছা হকের সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক দূর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সিলেট। আর এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে সিলেটে বিদ্যমান বলেই ধর্ম যার যার উৎসব সবার- এই রীতিতে আমরা এগিয়ে চলছি।

 

সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানান তিনি। সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমাদের দেশেকে কোন ধর্মাবলম্বী বা কোন সম্প্রদায়ের সেটি কখনো বিবেচনা করা হয়না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। সেভাবেই সবাই মিলেমিশে একাকার। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। সামনের নির্বাচনে এই কথাগুলো সবাইকে বিবেচনায় রাখতে হবে।

 

সিএনএনবাংলা২৪