ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসী হামলার প্রতিবাদে ইসলামিক ফ্রন্টর আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক)সিলেট :

 

ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসী হামলার প্রতিবাদে জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের দক্ষিণ পৈরতলাস্থ মোচাগড়া সৈয়দ বাড়ী খানকা শরীফে এড. সৈয়দ মোস্তাফিজুর রহমান নোমান পীর সাহেবের সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ফিলিস্তিনে বর্বর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গনহত্যা বন্ধের আহবান জানানো হয়।

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.এম.এম. সরোয়ার আলম এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সভাপতি পীরে তরিকত আল্লামা জসিম উদ্দীন জয়নালী, সহ-সভাপতি মাওলানা আবু কাওছার, সাধারণ সম্পাদক পীরজাদা সৈয়দ মুসান্না বিন হাসান, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক পীরজাদা নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাকিব চৌধুরী, মোঃ আবু সুফিয়ান, মোঃ নাইম খলিফা৷

 

আলোচনা শেষে মিলাদ কিয়াম পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রভাষক মুফতি শেখ মুহাম্মদ মনির হোসাইন ও দোয়া পরিচালনা করেন মাওলানা জসিমউদ্দীন জয়নালী।

 

এসময় বিভিন্ন উপজেলা থেকে ইসলামিক ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট