ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযান: ৭ দালালের কারাদণ্ড

মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহ

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৭ জন আটক হয়েছে। এদের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক এই দণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর চরপাড়ার শামছুল আলম, বিজয় দাস হরিজন, তুষার আহম্মেদ, মোঃ রতন মিয়া (৪৭), সদরের চর কালিবাড়ী এলাকার মোঃ আলাল উদ্দিন (৩২), চরপাড়ার বউবাজারের মোঃ জুয়েল মিয়া (২৬) ও সিঙ্গীমারী এলাকার পাভেল (২৩)।

 

র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে দালালচক্রের ৭ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত ৭দিন করে কারাদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা সবাই মমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪