ইকরা তৌহিদ মিম, চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর গুচ্ছগ্রামের নুর আলম ননু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯), দক্ষিণ হাশিমপুরের নতুনপাড়ার আবুল কাশেমের ছেলে মোরশেদ আলম (৩২) ও আবু তালেবের ছেলে হাসানউদ্দিন সাকিব (১৮)।
জানা যায়, গত ৮ আগস্ট রাতে আসামিরা ভিকটিমকে দক্ষিণ হাশিমপুরে তার নামে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঢুকে জাহাঙ্গীর আলম ধর্ষণ করে। এসময় জাহাঙ্গীরকে সহায়তা করে মোরশেদ আলম ও হাসান উদ্দিন সাকিব।
শুক্রবার ভুক্তভোগী নারী চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দাখিলের পর মামলা রুজু হয়। পরে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সঙ্গে ভিকটিমকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।