পেকুয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার পেকুয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
১৪ আগষ্ট (সোমবার) সকালে তিনি সদর ইউপি কার্যালয় মাঠে উপস্থিত থেকে সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, অসহায় দুর্গত পাঁচশ’ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া এসব ত্রাণ তুলে দেন।
এসময় পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তিনি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও বারবাকিয়া ইউনিয়ন ভুমি কার্যালয় পরিদর্শন করেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সদর ইউনিয়নে সকালে ‘ডিসি স্যার’ প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচশ’ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। এসবের মধ্যে ১০ কেজি চাল, ১কেজি মসুর ডাল, লবণ ও চিনি,১লিটার তেলসহ নানা সামগ্রী।