নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাগর হোসেন। রোববার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে মোহাম্মদ সাগর হোসেনের পরিচয় সম্পর্কে বলা হয়, তার পিতার নাম আব্দুল মান্নান মিয়া, মাতার নাম মোছা. খায়রুন্নেছা বেগম। বাসা যাত্রাবাড়ীতে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদে থাকবেন অথবা সাগর হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।