আবদুল হাকিম রানা, পটিয়া
দক্ষিণ চট্রগ্রামের পটিয়া পৌর সদরের খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান শিল্পকলা একাডেমি কর্তৃক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় সংগীত শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে।
উক্ত সম্মাননা বিজয়ীদের মাঝে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিসেস তাররাহুম আহমেদ।
পরিচালনা কমিটির সহসভাপতি এডভোকেট বদিউল আলম পিপি’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক ভগীরথ দাশ ও অধ্যক্ষ ছোটন নাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পাট্যক্রমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানের চর্চা করতে হবে।তারা আরো বলেন, আমাদের শিশুদের মাঝে অফুরন্ত প্রতিভা রয়েছে।
যথাযথ সুযোগ-সুবিধার অভাবে শিশুরা প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। তারা খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান শিল্পকলা একাডেমি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করায় প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য সিআইপি আলহাজ্ব খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪