ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে অপহরণ করতে এসে ২ রোহিঙ্গা জনতার হাতে আটক

সিএনএন বাংলা২৪ ডেস্ক:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অপহরণ করতে এসে জনতার হাতে আটক হলো দুই রোহিঙ্গা অপহরণকারী। হোয়াইক্যং মিনাবাজারের আব্দুল মালেক ঘোনানামক স্থানে এলাকাবাসী দুই রোহিঙ্গা আটক করে। সোমবার ( (৩১ জুলাই) বিকালে এঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোটভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ী ফেরাপ পথে আব্দুল মালেকের ঘোনায় পৌঁছলে আবছার কে অপহরণকারীরা বেঁধে ফেলে। এসময় ছোট ভাই চিৎকার দিলে সাথের সাথে থাকা পিতা শাহ আলম চিৎকার দিলে এলাকাবাসী জড়ে হয়ে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।

 

পুলিশকে আটককৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানায়। হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোকনুজ্জামান বলেন, জনতার সহযোগীতায় দুই রোহিঙ্গা কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪