চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের চালক মাহবুব (৩৫) ও মালিক মো. মনির (৪৫) নিহত হয়েছেন। নিহতরা কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকা বাসিন্দা। তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন। একই দুর্ঘটনায় নিহত মনিরের স্ত্রী ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাড়ির ড্রাইভার কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে মাহবুব (৩৫), গাড়ির যাত্রী একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. মনির (৪৫)। আহতরা হলেন গাড়িতে থাকা যাত্রী নিহত মনিরের স্ত্রী মৌসুমী, তাদের দুই সন্তান মেজবা ও মাহতাব। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ট্রাক গাড়ি দাঁড়িয়ে ছিলো। ট্রাকের পেছনে প্রাইভেটকারটি জোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রাইভেটকারের থাকা ২ জন নিহত হয়েছেন। আরো ৩ জন গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রাইভেটকার গাড়ির চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা হতে পারে। প্রাইভেটকারে থাকা যাত্রীরা কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।