ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ব্যারিস্টার মিজান সাঈদ

মোঃ বজলুর রহমান:

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সময়ের আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার মিজান সাঈদ। কক্সবাজার-৩ (ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর) সংসদীয় আসনে সরকারি দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি।

গেলো ৩০ জুন, শুক্রবার জুমার নামাজ আদায় শেষে ঈদগাঁওতে হযরত ডুলা ফকির (রঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন দেশের সর্বোচ্চ আদালতে অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে আইন পেশায় নিয়োজিত এই আইনজীবী।

জিয়ারত শেষে তিনি উপস্থিত জনতা ও গণমাধ্যমকর্মীদের জানান, প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাওয়ার আগে তিনি আগে জনগণের কাছে যাবেন। পরবর্তীতে জনগণ চাইলে তাদের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর নিকট মনোনয়ন চাইবেন ।

ওই সময় উপস্থিত ছিলেন- ঈদগাঁও উপজেলা আওয়ামীগের সভাপতি আবু তালেব, ইসলামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী হাসান আলি, ইসলামাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী আব্দুর রাজ্জাক এমইউপি, ঈদগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী নওশাদ মাহমুদ, পোকখালি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী হেলাল উদ্দিন এমইউপি, পোকখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর আলম দাদা, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান মনির ও অ্যাডভোকেট হূমায়ুন কবির আহসান, শহীদউল্লাহ, শামশুল হক, নাছির উদ্দিন, মোঃ উসমান সরওয়ার, সরওয়ার জাহান, মাস্টার নূরূল ইসলাম, রমজান আলি, মাষ্টার ছানা উল্লাহ, সরওয়ার আলম, আমান উল্লাহ, রহিম উল্লাহ, মোঃ আজিম, ইমরানুল ইসলাম, টিটু কান্তি দে, মোস্তাক আহমদ প্রমুখ।

 

পরে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালি, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে তিনি চৌফলদন্ডি এবং খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। এসময় এলাকাসমূহের সাধারণ জনগনের মধ্যে ব্যারিস্টার মিজান সাঈদকে ঘিরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ ও কৌতুহল তৈরি হচ্ছে।

 

এইচএম কাদের.সিএনএন বাংলা২৪: