ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুর (৭৭) গ্রেফতার হয়েছেন। কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। সোমবার (৩ জুলাই) কক্সবাজার পৌরসভার ওই বাসাটিতে অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতার আব্দুস শুক্কুর কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার গুলগুলিয়াপাড়ার মৃত আলি রেজার পুত্র।

র‌্যাব জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মহেশখালি, কুতুবদিয়া ও পেকুয়া এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুস শুক্কুরের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে সংশ্লিষ্ট সংস্থা। ২০১৫ সালের ২১মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে এই আসামিকে ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তৎপরতা শুরু করে। গত ৩ জুলাই কক্সবাজার পৌরসভার রুমানিয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেখানকার একটি বাসা থেকে আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কক্সবাজারের মহেশখালি, কুতুবদিয়া ও পেকুয়া এলাকায় বাংলাদেশের নিরীহ মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে গণহত্যা ও নির্যাতন করেন আবদুস শুক্কুর।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে ৩ জুলাই কক্সবাজার শহরের রুমানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আব্দুস শুক্কুর নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। পরে কক্সবাজার পৌরসভা এলাকায় বসবাস শুরু করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আব্দুস শুক্কুর।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: