ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও আদর্শ জাতি গঠনে কাজ করছে ইসলামী ছাত্রসমাজ

নিজস্ব প্রতিবেদক :

কুরআন -সুন্নাহর আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও আদর্শ জাতি গঠনের সুদূরপ্রসারী লক্ষ্যে ইসলামী ছাত্রসমাজ গঠনমূলক কর্মসূচি নিয়ে কাজ করছে। নবভী আদর্শের বাস্তব অনুসারী আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী এ দ্বীনি ছাত্র সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে ইসলামের শাশ্বত আদর্শের সৌরভ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলা আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর একথা বলেন।

 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, রাজারকুল ইউনিয়ন শাখার সদস্য হাফেজ হেলাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আলম।

উপজেলা সভাপতি মুহাম্মদ আবুল করিমের সভাপতিত্বে সোমবার (৩ জুলাই) অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলী, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, চাকমারকুল ইউনিয়ন নেজামে ইসলাম পার্টির দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দরা বলেন, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। এ ঘৃণিত কর্মকাণ্ডের মাধ্যমে ইউরোপিয় অসভ্যতার মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে বক্তব্য রাখেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুল আফসার, কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন, রাজারকুল ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ এহসানুল হক, খুনিয়া পালং ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ বুরহান উদ্দিন। শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

 

নুর মোহাম্মদ,সিএনএবাংলা২৪