ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচিত পাঁচ সিটির মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন

সিএনএনবাংলা:

নবনির্বাচিত পাঁচ সিটি করপোরেশনের মেয়র পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন। তাঁদের পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় সকালে বরিশালের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন শপথ নেন। একই দিন দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের শাপলা হলে অপর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরীকে। সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের শাপলা হলে শপথ বাক্য পাঠ করান।

একই স্থানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রী,সচিব ও প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১২ ও ২১ জুন পাঁচ সিটির নির্বাচন সম্পন্ন হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪