ই-পেপার | বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬৪ বছরের সর্বোচ্চ রেকর্ড, কক্সবাজারে সর্বোচ্চ লবণ উৎপাদন।

শওকত আলম, কক্সবাজার:

বিগত ৬৪ বছরের রেকর্ড ভেঙ্গে দেশে সর্বোচ্চ পরিমাণ লবণ উৎপাদন করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশে উৎপাদিত লবণের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজারমেট্রিক টন। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

প্রাকৃতিক কারণে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদন হয়েছে। মাঠপর্যায়ে উৎপাদনকারী লবণ চাষিরা ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রচণ্ড খরা ও তাপদাহ উপেক্ষা করে কক্সবাজারের উপকূলীয় এলাকায় লবণচাষিরা বাম্পার উৎপাদনের লক্ষ্যে মাঠে রয়েছেন।

কক্সবাজার জেলা বিসিকের তথ্য মতে, ১৯৬০ সাল থেকে কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, মহেশখালী , কুতুবদিয়া, টেকনাফ ও বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার প্রায় ৬৬ হাজার ২৯১ একর জমিতে লবণ উৎপাদন করে আসছেন এলাকার চাষিরা। প্রতি বছর লবণ মাঠে উৎপাদন কাজে নিবন্ধিত চাষি ও দেড় লাখ শ্রমজীবীসহ প্রায় পাঁচ লাখ মানুষ বিভিন্নভাবে এ শিল্পের সাথে রয়েছেন।

চলতি বছর মৌসুমের শুরু থেকে এলাকার চাষিরা লবণ উৎপাদনে মাঠে নেমে পড়েন। এবার প্রাকৃতিক পরিবেশে লবণ উৎপাদন অনুকূলে থাকায় মৌসুমের শেষ সময় পুরো এপ্রিল মাস ধরে চাষিরা লবণ উৎপাদনে মাঠে ছিলেন। এদিকে গত মৌসুমে ৬৬ হাজার ২৯১ একর জমিতে ২৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন লবণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তখন লবণ উৎপাদন হয়ছিল ১৯ লাখ ১৭ হাজার মেট্রিক টন।

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা যায়, চলতি লবণ উৎপাদন মৌসুমের শেষ সময়েও লবণ উৎপাদন অব্যাহত থাকায় উৎপাদন বৃদ্ধি পেয়ে বিগত ৬২ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বিসিকের উৎপাদনের লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদন হয়েছে। এ পর্যন্ত ২২ লাখ ৪০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। বিগত বছরগুলোতে গড়ে ১৯ লাখ ১৭ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হলেও এ বছর তা আরও বৃদ্ধি পাবে বল তারা জানান।

ঈদগাঁও উপজেলা পোকখালী এলাকার লবণচাষিরা জানান, এবার কক্সবাজার জেলায় লবণ উৎপাদন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আবহাওয়া অপরিবর্তিত থাকলে চলতি বছর ২৪-২৫ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হবে, যা বিগত কোনো মৌসুমে সম্ভব হয়নি।

ইতোমধ্যে জেলায় প্রায় ২২ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। মাঠপর্যায়ে সিন্ডিকেটের কারণে উৎপাদনকারীরা যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং মাঠপর্যায়ে উচিত মূল্য নিশ্চিত করার দাবি জানান।