ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে বিএনপির কর্মী সভায় বক্তারা:প্রহসনের নির্বাচন বর্জন করুন

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ‍্যংছড়ি:

নাইক্ষ্যংছড়িতে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, প্রহসনের নির্বাচন বন্ধ করুন। তিনি সকল নেতাকর্মীদের সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনও বয়কট করতে ঘরে ঘরে বার্তা পৌছে দেও প্রয়োজনে লিফলেট বিতরন সহ নানা কর্মসুচি পালন করতে হবে।

 

এই সরকার গত ৭ জানুয়ারি প্রমান করে দিয়েছে সুষ্ঠু নির্বাচন এই সরকারের আমলে হবেনা। বিএনপি যেখানে সংসদ নির্বাচন বর্জন করেছে সেখানে উপজেলা নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসেনা। এসময় তিনি আরও বলেন, প্রতীক কোন বিষয় নয়। আপনারা গত সাংসদ নির্বাচন দেখেছেন ভোট কেন্দ্রে কোন ধরনের লোক ছিলনা।মাত্র ৭/: ভোট পড়েছে। সারা দেশে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ছাফ ছাফ জানিয়ে দেন।

 

শনিবার (২৭ এপ্রিল) বিকালে নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজের সভা কক্ষে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আরিফুল্লাহ ছোট্ট।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেলের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা বিএনপি নেতা লিটল বিশ্বাস,জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম,সদর বিএনপির সভাপতি মোঃ ইউনুছ, সম্পাদক জহির আহমদ,বাইশারি বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান,সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু কায়ছার, ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক,যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী, দোছড়ি বিএনপি নেতা আয়াজ,নুরুল আমিন, ছাত্র নেতা মিজানুর রহমান,ঘুমধম ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান,মোঃ খায়রু,মহিলা নেত্রী আরফা বেগম প্রমুখ।

 

এছাড়াও কর্মী সভায় উপজেলার ৫ ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।