ইসলাম ডেস্ক
বৃষ্টি আল্লাহ পাক রাব্বুল আলামিনের এক নেয়ামত এবং রহমত। নবী করিম (সা.) বৃষ্টির পানি গায়ে লাগাতেন।
তিনি তার উম্মতদেরও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য বলেছেন।
বৃষ্টি শেষে যে দোয়া পড়তে হয়
উচ্চারণ: ‘মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রহমাতিহ। ’
অর্থ: ‘আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। ’
উপকার: বৃষ্টি শেষে রাসুল (সা.) সাহাবায়ে কেরামদের এই বিশেষ দোয়াটি পড়ার তাগিদ দিয়েছেন। কারণ মক্কার কাফিররা ভাবত বিভিন্ন তারকার প্রভাবে পৃথিবীতে বৃষ্টি হয়। (বুখারি, হাদিস: ১০৩৮)