ই-পেপার | শনিবার , ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পায়ে হেঁটে হজ করতে যাওয়া টেকনাফের শিক্ষক জামিল পৌঁছেছেন ইরানে

কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফের আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জামিল (৪৮) পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশে রওনা করার পরে এখন ইরানে পৌঁছেছেন।

 

স্থানীয়রা জানায়, গেল বছরের ১৬ ডিসেম্বর সকালে টেকনাফ জিরো পয়েন্ট অলিয়াবাদ জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর মা-বাবার কবর জিয়ারত শেষে মোহাম্মদ জামিল হজ করতে সৌদি আরবের উদ্দেশে পায়ে হেঁটে রওনা করেন। ইরান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোহাম্মদ জামিল জানান, তিনি ভারত থেকে পাকিস্তান, ইরান, সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে যাবার গন্তব্য ঠিক করেন। সে লক্ষ্যে এখন ইরান পৌঁছেছেন। তাকে পুরো পথ পাড়ি দিতে প্রায় আট হাজার কিলোমিটার হাঁটতে হবে।

 

জামিল আরও বলেন, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে যশোরের বেনাপোলের উদ্দেশে রওনা দেন তিনি। ১১ ফেব্রুয়ারি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর ৩ মার্চ ভারতের ওয়াগ্গা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। ১৯ মার্চ পাকিস্তানের রিমদান সীমান্ত হয়ে ইরানে প্রবেশ করেন। এখন ইরানের বন্দর আব্বাস নামের এক জায়গায় অবস্থান করছেন তিনি। তবে ভারত ও পাকিস্তানে কিছু জায়গায় তিনি গাড়িতে চড়ে পাড়ি দিয়েছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় তখন এই ব্যবস্থা নিতে হয়েছে। এ ক্ষেত্রে তাকে স্থানীয় পুলিশ সহযোগিতা করেছে।

 

মোহাম্মদ জামিল আরও বলেন, ১৯ মার্চ রিমদান সীমান্ত দিয়ে তিনি ইরানে প্রবেশ করেন। ইরানে প্রবেশ করার আগে পাকিস্তানি পুলিশ ও সাধারণ মানুষ তাকে অনেক সহায়তা করেছে। ইরানে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। দূতাবাসের লোকজন তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরান থেকে শিগগিরই তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাবেন। জানা গেছে, দুবাই-আবুধাবি হয়ে তিনি সৌদি আরবে প্রবেশ করবেন।