ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ সদরে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ:

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। এই মাসটিতে শিক্ষার্থী অসহায় ও সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগের অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. আবু সাইদ উজ্জ্বল ও সাকিব এর নেতৃত্বে আজ ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জের মীরকান্দা-পাড়া হাইস্কুলের সামনে এ. ইফতার বিতরণ করা হয়।

সম্প্রতি রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার অংশ হিসেবেই বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশ জুড়ে ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু করেছে।

এ প্রসঙ্গে আবু সাইদ উজ্জ্বল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী এই পবিত্র রমজান মাসে দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে এই উদ্যোগ। আমরা পুরো মাস জুড়েই এই কার্যক্রম অব্যাহত রাখবো।