ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা সম্পন্ন

শওকত আলম, শহর প্রতিনিধি

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, আজ সেই স্মৃতিময় ২৬ মার্চ। আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ। জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি উদ্‌যাপন করবে। ৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক এড.মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড.জিয়া আহমেদর সঞ্চালনায় ককসবাজার আইনজীবী সমিতির হলরুমে সকাল ১১ ঘটিকায় কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এড.মমতাজ আহমেদ, এড.ফরিদুল আলম পি.পি,এড.সুলতানুল আলম,এড.মাহবুবুর রহমাম,এড.আব্দু শুক্কুর, এড.একরামুল হুদা-স্পেশাল পি.পি,এড.আহসান উল্লাহ,এড.মীর হারুনর রশীদ, এড.মো:হারেছ,এড.রাশেল,এড.মীর মোশাররফ প্রমুখ।