মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬মার্চ ) বিকেলে পৃথক দুটি বিদ্যালয়ের ওয়াশ ব্লকের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নুর জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই,ধোপাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।