ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুর নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা তুলে ধরেছেন আনন্দ টিভি

নুর মোহাম্মদ, কক্সবাজার:

 

কক্সবাজারের রামুতে ঝাঁকজমক পুর্ণভাবে আনন্দ টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন করা হয়েছে।

 

সোমবার রামু উপজেলার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আনন্দ টিভির কক্সবাজার জেলার দক্ষিণ প্রতিনিধি ওমর ফারুক সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন রামু বিআরডিবির চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, রামু বিআরডিবি কর্মকর্তা মহি উদ্দিন শরিফ।

 

বক্তব্য দেন রামু প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু, দৈনিক বর্তমান’র রামু প্রতিনিধি নুর মোহাম্মদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সিনিয়র সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, সাংবাদিক আবুল কালাম সিকদার, মোহাম্মদ ইলিয়াস, কায়েদ আলম কায়ছার, নাছির উদ্দীন।

 

আনন্দ টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, ‘হৃদয়ের কথা বলে’ শ্লোগানে আনন্দ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এটি নির্যাতিত, নিপীড়িত মানুষের দুঃখ দূর্দশা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নে বড় ভুমিকা রাখছে। ইতিমধ্যে আনন্দ টিভি রামুর সমস্যা সম্ভাবনা এবং মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে ধরে হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।

 

আলোচনা শেষে সকলে মিলে আনন্দ টিভি এর ৬ষ্ঠ বর্ষপূর্তির কেক কাটা হয়।