ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায় সিইউজের নিন্দা

সিএনএন বাংলা২৪, ডেস্ক:

চট্টগ্রাম: নগরের জামালখান মোড়ে বিভিন্ন দেয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড গ্লাস ও ম্যুরাল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

https://www.youtube.com/watch?v=PSMi-nnIBVw

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, জামালখান মোড়ে বিভিন্ন দেয়ালে অঙ্কিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড গ্লাস ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।

রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্বের কারণে স্বাধীন দেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলা ও ভাঙচুরের মত ঔদ্ধত্যপূর্ণ ঘটনা মেনে নেওয়া যায়না।
নেতৃবৃন্দ, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বুধবার বিকেলে নগরীর কাজির দেউড়িতে আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে যোগদানকারীদের একটি মিছিল থেকে জামালখান এলাকায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ম্যুরাল ভাঙচুরের অভিযোগ ওঠে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪