ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে মাধ্যমিক পর্যায়ের বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

 

তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের বালকদের নিয়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের বালকেরা উক্ত ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ভলিবল দল ২-০ সেটের ব্যবধ্যানে বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভলিবল দলের বিরুদ্ধে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার এর ব্যবস্থাপনায় পুরস্কার ও ট্রফি বিতরন হয়।

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া, খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন জেলা শাখার কমিশনার নূরজাহান সুয়ারা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ।

এসময় সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।