ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে দুই ইটভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

 

বান্দরানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই ইটভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা এ দুই ইটভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্ব চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

 

স্থানীয় সূত্রে জানান ,বেআইনিভাবে গড়া ওঠা ইটভাটার বিরুদ্ধে চলা ধারাবাহিক অভিযান আগামীতে ও চলমান থাকবে।