ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরোদমে চলছে একুশে বইমেলার স্টল নির্মাণের কাজ

নিজস্ব প্রতিবেদক , ঢাকা:

দোরগোড়ায়‌ এসে গেল ভাষার মাস ফেব্রুয়ারি। চলছে বইমেলার নানা আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে অমর একুশে বইমেলা।

প্রতি বছরের মতো এবারও ১ ফেব্রুয়ারি থেকে বইমেলার আয়োজন করছে বাংলা একাডেমি। সে উপলক্ষ বইমেলা প্রাঙ্গণে গেলে ভালোই টের পাওয়া যায়। তবে এবারের বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে বেশ ভালোভাবেই। পুরোদমে চলছে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কর্মযজ্ঞ।

বুধবার (১৭ জানুয়ারি) বইমেলা প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বর ঘুরে এমনটিই দেখা গেছে।

দেখা যায়, গতবারের মতো রমনা কালীমন্দিরের পাশে পড়েছে শিশু চত্বর। মেলার অন্যান্য স্টলের অবকাঠামো দাঁড়িয়ে গেলেও বুধবার শুরু হয় শিশু চত্বরের নির্মাণকাজ।

সেখানে কাজে ব্যস্ত জাহিদ হাসান নামের একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিশু চত্বরে কাজ মাত্র শুরু হলো। আশা করি ১০-১২ দিনের মধ্যে শেষ হবে। ১ তারিখ থেকেই মেলা শুরু করা যাবে। বাংলা একাডেমির আঙিনায় উদ্বোধনী প্যান্ডেলের নির্মাণ শেষ হলেও প্রায় অর্ধেক স্টলের কাঠামো এখনও দাঁড়ায়নি।

এ বিষয়ে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলায় আগের তালিকাভুক্ত ৯৯১টি প্রকাশনা রয়েছে। গত ২৮ ডিসেম্বরে আবেদনের বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন আরও ৭৭টি প্রতিষ্ঠান মেলায় স্টলের জন্য আবেদন করেছে।

মেলার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, মেলার প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। মেলা যথাযথ সময়ে শুরু এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন। এবার মেলার স্টল নির্মাণসহ পুরো দায়িত্ব বাংলা একাডেমি নিয়েছে। এবারের মেলা সঠিক সময়েই শুরু হবে।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, আর্চওয়ে, বাংলা একাডেমির স্টল ও প্যাভিলিয়ন, তথ্যকেন্দ্র, মোড়ক উন্মোচন কেন্দ্র ও ‘লেখক বলছি’ মঞ্চের ইন্টেরিয়র কাজ সম্পন্ন করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, একুশে বইমেলা উপলক্ষে প্রকাশকদের মাঝে ডিজিটালাইজড পদ্ধতিতে স্টল বরাদ্দের লটারি আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি সকাল ১১টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।