স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া
কক্সবাজার -২ ( কুতুবদিয়া- মহেশখালী ) আসনে সাংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪১.১৯ ভাগ। মোট ৩৭টি কেন্দ্রে ৯৫ হাজার ৫২৩ ভোটের মাঝে ৩৯ হাজার ৩৫৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশির ভাগ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।
কোন ভয় ভিতি না থাকলেও ভোটারের আগ্রহ ছিলনা ভোট প্রদানে। নৌকার প্রার্থী বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিকের মূল প্রতিদ্বন্ধি বিএনএম এর নোঙর প্রতীকের মো: শরীফ বাদশার সভা সমাবেশে সমর্থকের সংখ্যা অত্যধিক দেখা গেলেও ভোটের দিন তা নগন্যে পরিণত হয়।
যে কারণে ফলাফলেও বিশাল ব্যবধানে এগিয়ে যায় নৌকার ভোট। সহকারি রিটার্নিং অফিসার (ইউএনও) মো: রাশেদুল ইসলামের কার্যালয়ের তথ্যমতে ৩৭ টি কেন্দ্রে কুতুবদিয়ায় নৌকায় ভোট পড়ে ৩৪ হাজার ৬২৫ ,তার নিকটতম প্রার্থীর নোঙর প্রতীকে ভোট পায় ৪ হাজার ৭৪টি।
এ দিকে কক্সবাজার-২ আসনের বড় অংশ মহেশখালীতে নৌকা প্রতীকে ভোট পান ৬২ হাজার ৩১৮ এবং নোঙর প্রতীকে ভোট পড়ে ৩০ হাজার ৪৭৫টি। দুই উপজেলায় নৌকা পায় মোট ৯৬ হাজার ৯৪৩ টি তার নিকটতম নোঙর প্রতীকে ভোট পড়ে ৩৪ হাজার ৫৪৯টি। ফলাফল শেষে নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পর পর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।