ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হরতালের সমর্থনে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ :

 

দুইদিনের হরতালের সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার ৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কের কাঠগোলা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় ৭ তারিখের নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

 

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন, যুবদলনেতা শামসুল ইসলাম রাসেল সোহেল পাঠান, রাসেল চৌধুরী, ওয়ার্ড বিএনপিনেতা তোফাজ্জল হোসেন, রেজাউল করিম, নূর মোহাম্মদ আমীর, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, সোহেল, মাসুদ রানা প্রমুখ।

 

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ৭ তারিখের একদলীয় নির্বাচন দেশের জনগণ মানে না। কেউ ভোট দিবেন না। দেশের জনগন এ নির্বাচনের ভোট বর্জন করেছে।

 

অন্যদিকে, জেলার তারাকান্দা উপজেলায় বিকেলে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিলে তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, আসাদুল হক মণ্ডল, রাসেল মন্ডল, নজরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফজল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সিএনএন বাংলা২৪ কে বলেন, হরতালের সমর্থনে বিক্ষোভ হলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। বিষয়টি খোঁজ নেওয়া হবে।