ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে রেললাইনের যন্ত্রাংশ চুরি বন্ধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে রেল লাইনের নাট-বল্টুসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি, ছিনতাই রোধকল্পে রামু সদরের রেল লাইনের জংশনে সচেতনতামূলক সভা ও মাইকিং করা হয়েছে।

 

দোহাজারী- কক্সবাজার রেললাইন রামু জংশনের স্টেশন মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান।

 

সচেতনতামূলক সভায় বক্তব্য দেন, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী, রামু সদরের ফতেখাঁরকুল ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ইউপি সদস্য মনোয়ারা ইসলাম নেভী, আজিজুল হক মেম্বার, সাংবাদিক খালেদ হোসেন টাপু, দিদারুল আলম, রামু থানার এসআই সন্তোষ, স্বেচ্ছাবকলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

 

ওমর ফারুক মাসুম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, রেললাইন রক্ষার দায়িত্ব আমাদের সবার। রেল লাইনের নাট বল্টুসহ যন্ত্রাংশ চুরি, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছিনতাই ও বখাটে যুবক এবং মাদক সেবনকারীরা রেললাইন’র আশপাশে বিচরণ না করার জন্য সবার সহযোগিতার কামনা করেন।