ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম :

জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণকারী একতরফা আসন ভাগাভাগির তামাশা পূর্ণ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে যে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না। তাই ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন।

তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রবর্তক মোড় ও মেডিকেল এলাকায় সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে এখন আসন ভিক্ষা করার রাজনীতি চলছে। যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটি আসলে বিরোধী দল খোজার নির্বাচন। সরকারের তৈরি কিংস পার্টগুলো সরকারের কাছে আবদার করছে বিরোধী দল হওয়ার জন্য। এটি জাতির জন্য লজ্জাজনক। এটি একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এই ধরনের নির্বাচন দুর্নীতিবাজদের জন্য। পার্থীদের হলফনামা দেখলে বুঝা যায় কিভাবে তাদের সম্পদ বেড়েছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

তিনি এই মুহূর্ত থেকে অবৈধ আওয়ামী সরকারকে অসহযোগিতা করার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহবান জানান।

এসময় আবুল হাশেম বক্কর বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে নিজেরা নিজেরা ডামি নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। অবৈধ সরকার সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করার নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, শোলক বহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান ওসমান চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট