ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হুদা কবিতা চত্বরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫’র সদস্যরা। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি কিরিচ, ৩টি বিভিন্ন ধরণের ছুরি, ২টি টর্চ লাইট, ৬টি মোবাইল ফোন ইত্যাদি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত ডাকাত ও ছিনতাইকারীরা হলেন- কক্সবাজার সদর উপজেলার আবু শামার পুত্র জামশেদ প্রকাশ পুতুয়্যা প্রকাশ রিয়াজ (২৩), দুদু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২), নাসির উদ্দিন’র পুত্র কামরুল হাসান বাবু (২৪)। এরা সকলেই কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া কক্সবাজার পৌরসভার বইল্যাপাড়ার শামছুল আলম’র পুত্র মোঃ বাবু (১৮) ও একই এলাকার নির্মল বড়ুয়া’র পুত্র ছোটন বড়ুয়া (২২) এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র উমখালী গ্রামের শ্যামল ধর’র পুত্র টিপু ধর (২৮)।

আবু সালাম চৌধুরী আরো জানান, গোপন সংবাদে ১৪ ডিসেম্বর কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড’র কবিতা চত্বরের পাশে ঝাউবাগানের ভিতরে ছিনতাই সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল ওই ডাকাতদল। উক্ত তথ্যের ভিত্তিতে ১৪ ডিসেম্বর রাতে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পলায়নের চেষ্টাকালে ৭ ডাকাত ও ছিনতাইকারী সদস্য গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশীয় অস্ত্র-শস্ত্রসহ একত্রে সমবেত হয়ে কবিতা মঞ্চ এলাকায় পর্যটকদের টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী তারা ডাকাতি করে থাকে।

উদ্ধারকৃত আলামতসহ ছিনতাই চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।