সিএনএন বাংলা২৪, হাটহাজারি:
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহ্ইয়া। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ৫টার দিকে তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা।
পারিবারিক সূত্র জানায়, ১ জুন সকালে আল্লামা ইয়াহ্ইয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে এগারোটার দিকে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ২ জুন ভোর পাঁচটার দিকে তাঁকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
যোগাযোগ করা হলে তাঁর ছেলে মো. জুনাইদ বলেন- ‘আব্বাকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন’।
হেফাজতে ইসলাম বাংলাদেশে সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন- ‘আমি হুজুরের সাথে ঢাকা ইউনাইটেড হাসপাতালে রয়েছি। হুজুরের অবস্থা আশংকাজনক। সবাই হুজুরের জন্য দোয়া করবেন’।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: