ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কোহিনূর হেলাল, কক্সবাজার :

সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ তিন সন্ত্রাসী রমজান আলি (৩১), সলিমুল্লাহ( ২৩) ও মোহম্মদ ইউনুস (৩০) কে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা সন্ত্রাসী রমজান আলি ও মোহাম্মদ ইউনুস উখিয়ার ক্যাম্প -০৫, সাব ব্লক ই /৫ এর বাসিন্দা এবং সলিমুল্লাহ (২৩) সাব ব্লক ই/৭, এর বাসিন্দা ।

শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার অংশু কুমার দেব’র নেতৃত্বে অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-৫ মেইন -ব্লক -ই সাব ব্লক ই / ৪ এর রোহিংগা কবির আহমেদের বসতঘরের উত্তরের টাংকির নিকট থেকে ওই তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।১২ নভেম্বর (রবিবার) তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি আরও জানান, চক্রটির অন্য সন্ত্রাসীদেরও চিহ্নিত করা হচ্ছে এবং শীগ্রই তাদেরও আইনের আওতায় আনা হবে।