ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় বাজার দর স্বাভাবিক না রাখলে আইনী ব্যবস্থা : ওসি প্রিটন সরকার

আবদুল হাকিম রানা,পটিয়া:

 

সদ্য সমাপ্ত শারদীয় দূর্গোৎসব সহ সার্বিক বিষয়াদী নিয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পটিয়া উপজেলা দোকান মালিক সমিতির নের্তৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি ও উপজেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি হাজী এম এ ইউসুফ। অন্যান্য নের্তৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, সিনিয়র সহ সভাপতি হাজী ওসমান গনী খসরু, সহ সভাপতি দিদারুল আলম, মোঃ ঈসমাইল, মোঃ জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম, অর্থ সম্পাদক হারুনুর রশীদ, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, আবদুস শুক্কুর সওদাগর, আবদুল হামিদ, কানুন রশিদ প্রমুখ।

 

 

এতে ব্যবসায়ীরা পটিয়ায় সদ্য সফল ভাবে সনাতনী সম্প্রদায়ের উদযাপিত শারদীয় দূর্গোৎসব সফল হওয়ায় এবং কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ব্যবসায়ীরা ব্যবসা করতে পারায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। এতে ব্যবসায়ী নের্তৃবৃন্দ পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকারসহ তার পুরো টিমকে ধন্যবাদ জানান। এসময় ওসি প্রিটন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, সবাই আন্তরিক থাকলে দু একজন সমাজ বিরোধী লোকজন কিছুই করতে পারবে না। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদেরকে বাজার দর স্বাভাবিক রাখার আহবান জানিয়ে বলেন, পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।তিনি বলেন ব্যবসায়ীরা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা দেশপ্রেম নিয়ে কাজ করলে দেশের সব মানুষ শান্তিতে থাকতে পারবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমিক হওয়ার আহবান জানান।