মোঃ আবদুর রহিম চৌধুরী,ঢাকা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকার জন হপকিন্স হাসপাতাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেশে আসছেন। মঙ্গলবার রাতে তাঁরা ঢাকায় পৌঁছাবেন বলে ইনডিপেনডেন্টকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া দুই মাসের বেশি সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাঁকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়াশারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া
এর আগেও তাঁকে বেশ কয়েকবার সিসিইউতে নেওয়া হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছেন তাঁরা।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়।